সুদীপ্তা চট্টোপাধ্যায়
যে ভাবে
জমে থাকে খিদে,ফুটপাথে
চাল,চুলোহীন
থমকে থাকে ভয়,চুপঠোঁটে
রক্তাক্ত ভাষাহীন
যে ভাবে
উড়ে আসে ঝড়,বৈশাখীমেঘে
হঠাৎ অবেলায়
অস্ফুট ব্যথার পাশে,ঘননীল
ঘনায় কালশিটে
যে ভাবে
তুমুল ওঠে তুফান,কফিরকাপে
অকারন বিশ্বাসে
অঝোর গড়ায় গ্লিসারিণ, ঝরঝর
সান্ধ্যসোপের চোখে
সে ভাবেই ক্লান্তি নামে,আজকাল
কপাল জুড়ে জ্বর,তাপউত্তাপহীন
গোপন অসুখে
পাঁজরের দাঁড় বায় ,ফ্যাসফ্যাসে
নির্বিকার প্রতিবাদী স্বর।