ফারুক ফয়সল
খুব কাছে, শ্বাসের দূরত্বেই থাকো জানি
দরজার ওপারেই কি তোমার বাস ?
যদিও কপাট খুলতে সাহস হয়নি কখনো
আধা চেতনে অনুভব করেছি তোমার তপ্ত নিঃশ্বাস !
ছায়া হয়ে হেঁটেছো সাথে, আকাশের চাঁদ যেমন মাটির মানুষের সাথে হাঁটে
মেঘপুঞ্জ যেমন দৌড়ে বেড়ায়, মাটিতে আমার দৌড়ের সাথে অনেক যোজন দূরে থেকেও থাকো দেহাভ্যন্তরে আত্মার কাছাকাছি
কখনো পড়শির বাড়ি, কখনো আত্মীয় আবাসে ছায়া দেখেছি।
জন্মের সাথে আমার যে মুহূর্তে পরিচয়, তুমি ঠিক পাশেই ছিলে
চিনিনি তোমায় কখনো, রেখেছ ভয় ও আতঙ্কের দেয়াল তুলে
ঘৃণা করে দূরে সরিয়ে যত চাই মই বেয়ে থেকে যাই জীবনপুরে,
সাপ লুডু বোর্ডে তাড়া করে আমাকে নাও অজগরের মুখে !
আখেরে যা থাক, মানছি— জীবন পথের দীর্ঘতম সহযাত্রী
অনন্ত পথ যাত্রার নিঃসঙ্গ মুহূর্তে তুমিই গাইড, আমি তোমার অনুগামী !