মৌসুমী চট্টোপাধ্যায় দাস
এখানে তখন অঝোর বৃষ্টি,
ওখানে তখনো আলো,
আমি তো তোমাকে ভালোবাসতাম।
তুমি বেসেছিলে ভালো?
এখানে অনেক বকুল বিছিয়ে,
ওখানে কি ছিল কাঁটা?
ওখানে হয়তো পথ থেমেছিলো,
এখানে নিয়ত হাঁটা।
আনমনা আর উচাটন
কোনো বার্তা তোমার দিকে
পৌঁছানো বুঝি দায় ছিল তাই
কেবলই গিয়েছি লিখে
অপ্রেরিত চিঠি, প্রেরিত চাহনি,
ডাহুকের মতো ভাসা
মন নিয়ে রাত দিন বেঁধে থাকা
অনিশ্চিন্ত বাসা।
এখানে এখনও বৃষ্টি তুমুল,
ওখানে কি ঝড় ওঠে?
ওখানে কি কোনো বকুল কুঁড়িরা
ফোটার আগেই লোটে
কাদামাখা মাঠে, আমিও যেমন
লুটিয়ে দিয়েছি সুখ,
এই কথাকটা জানবো বলেই
আজও আছি উন্মুখ।